অভিষেকের ব্যাটে বাংলার জবাব, অক্ষরের ঝড়ো ইনিংস—জয়ের জন্য রাজস্থানের লক্ষ্য ১৮৯ রান

অভিষেকের ব্যাটে বাংলার জবাব, অক্ষরের ঝড়ো ইনিংস—জয়ের জন্য রাজস্থানের লক্ষ্য ১৮৯ রান

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, ক্রিকেট : IPL2025 : আইপিএলে দিল্লির আস্থার প্রতিদান দিচ্ছেন অভিষেক পোড়েল, রাজস্থানের বিরুদ্ধে ঝলমলে ইনিংস চন্দননগরের তারকার

প্রতি ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের ভরসা রাখার মূল্য দিচ্ছেন অভিষেক পোড়েল। ব্যাটিং অর্ডারের তিন নম্বর থেকে ওপেন করতে নেমেও নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন চন্দননগরের এই তরুণ। রাজস্থান রয়্যালসের সামনে দিল্লি লক্ষ্য রাখল ১৮৯ রানের। ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে কাজে লাগালেন অক্ষর পটেলরা।

তবে শুরুটা মোটেই ভাল হয়নি দিল্লির। ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৬ বলে মাত্র ৯ রান করে ফিরলেন। করুণ নায়ার ভুল সিদ্ধান্তে রান আউট হয়ে ফেরেন শূন্য রানে। ফলে একসময় দিল্লি ৩৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

সেই চাপ সামাল দিলেন অভিষেক পোড়েল ও লোকেশ রাহুল। দু’জনেই বল ও পিচ বুঝে ধীরস্থিরভাবে ইনিংস গড়ে তোলেন। রাহুল ৩২ বলে ৩৮ রান করে আউট হলেও, একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন অভিষেক।

এ বারের আইপিএলে অভিষেকের ব্যাটিংয়ে পরিণত মানসিকতার ছাপ স্পষ্ট। দুর্দান্ত ব্যাট করেও মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন তিনি। ওয়ানিন্দু হাসরঙ্গার বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৭ বলে ৪৯ রান করেন অভিষেক, যার মধ্যে ছিল ৫টি চার ও ১টি ছয়।

পরবর্তীতে ইনিংসের গতি বাড়ান অধিনায়ক অক্ষর পটেল। মাত্র ১৪ বলে ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৪ রান যোগ করেন তিনি। ট্রিস্টান স্টাবস অপরাজিত ১৮ বলে ৩৪ রানে (২টি চার, ২টি ছয়) এবং আশুতোষ শর্মা ১১ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

শেষমেশ দিল্লি ২০ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান তোলে। রাজস্থানের বোলারদের মধ্যে জফ্রা আর্চার সবচেয়ে সফল—২ উইকেট নেন ৩২ রানে। মাহিশ থিকসানা ৪০ রানে ১ উইকেট ও হাসরঙ্গা ৩৮ রানে ১ উইকেট নেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *