আন্দোলনের স্রোত এবার পৌঁছেছে দিল্লির যন্তরমন্তরে, চাকরি হারানোদের ধরনা চলছে সেখানে।

আন্দোলনের স্রোত এবার পৌঁছেছে দিল্লির যন্তরমন্তরে, চাকরি হারানোদের ধরনা চলছে সেখানে।

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক,পশ্চিমবঙ্গ, ভারত : SSC SCAM : সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে চাকরি হারালেন ২৬ হাজার শিক্ষক। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কেউ কাজ হারাবেন না—তবে তা বাস্তবে কীভাবে সম্ভব, তা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ, আদালত স্পষ্ট করে বলতে পারেনি কে যোগ্য, আর কে অযোগ্য। তাই ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেলকেই বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছেন চাকরি হারানোরা। এবার তাঁরা আন্দোলনকে পৌঁছে দিচ্ছেন দিল্লি পর্যন্ত।

আগামী ১৬ এপ্রিল দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসবেন আন্দোলনকারীদের একাংশ। ‘যোগ্য শিক্ষক ও শিক্ষিকা মঞ্চ’-এর উদ্যোগে প্রায় ৫০ জন চাকরিহারা বাসে চেপে রওনা দেবেন দিল্লির উদ্দেশে। তাঁদের দাবি, গোটা দেশ যেন তাঁদের সংগ্রামের কথা জানতে পারে। যন্তরমন্তরে তাঁরা ধরনায় বসবেন, বিক্ষোভ দেখাবেন।

চাকরি হারানোদের অভিযোগ, এসএসসি যোগ্য ও অযোগ্যদের তালিকা ই-মেল করলেও, তা এখনো মধ্য শিক্ষা পর্ষদের কাছে জমা দেওয়া তালিকার সঙ্গে মিলছে না। তাই তাঁরা এখনও নিশ্চিত নন। দিল্লির আন্দোলনের পাশাপাশি, ধর্মতলাতেও তাঁদের অবস্থান চলবে।

এছাড়াও, সব স্কুলে যোগ্য শিক্ষকদের ন্যায্যতার দাবিতে ব্যাজ পরে কাজ করার আবেদন জানানো হয়েছে। জেলায় জেলায় চলবে গণসাক্ষর অভিযান, পথসভা ও মিছিল। শিয়ালদহ থেকে রাজভবন পর্যন্ত গণসাক্ষর নিয়ে পদযাত্রাও করা হবে। আগামী ১ থেকে ৭ মে পর্যন্ত চলবে রিলে অনশন। আর ৮ মে থেকে শুরু হবে আমরণ অনশন কর্মসূচি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *