নিউজ বাংলা অনলাইন ডেস্ক, কলকাতা, পশ্চিমবঙ্গ: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সিবিআই মামলায় জামিন পেলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন, এবার সিবিআইয়ের দায়ের করা মামলায় আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেছে।
বৃহস্পতিবার বিচারক জানান, চার্জশিট ও তথ্যপ্রমাণে স্পষ্ট, এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন পার্থ। তিনি আত্মপক্ষ সমর্থনে যথেষ্ট যুক্তি দেখাতে পারেননি। আদালত আরও মন্তব্য করে, পার্থ নিয়োগ দুর্নীতির অন্যতম ‘মূল মাথা’। এই অবস্থায় তাঁকে জামিন দিলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল পার্থের জামিন শুনানি শেষ হয়। তাঁর আইনজীবী শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিন জেল হেফাজতে থাকার যুক্তি তুলে ধরেন। কিন্তু বিচারক সেই যুক্তি গ্রহণ করেননি।
২০২২ সালে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে প্রথম গ্রেফতার করা হয়। পরবর্তীতে সিবিআইও একই মামলায় তাঁকে গ্রেফতার করে। চার্জশিটে মোট ১১ জনের নাম থাকলেও ৮ জন ইতিমধ্যে জামিনে মুক্ত। সিবিআই দাবি করেছে, পার্থই ছিলেন দুর্নীতির মূল পরিকল্পনাকারী, এবং তাঁর জামিনে মুক্তি তদন্তে প্রভাব ফেলতে পারে। আদালতও এই যুক্তির সঙ্গেই একমত হয়েছে।

