নিউজ বাংলা অনলাইন ডেস্ক, শিয়ালদা, কলকাতা, পশ্চিমবঙ্গ: লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানোয় রেল অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর ফলে সমস্যায় পড়েছেন বহু পুরুষ যাত্রী। সাধারণ কামরায় যাত্রীদের ভিড় ক্রমাগত বাড়ছে, আর মহিলা কামরায় উঠে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করলে টিকিট পরীক্ষকদের দ্বারা হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করছেন নিত্যযাত্রীরা।
এই পরিস্থিতির প্রতিবাদে বুধবারের পর বৃহস্পতিবারও শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ করেন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত উত্তর রাধানগর স্টেশনে অবরোধ চলায় ডায়মন্ড হারবার লাইনের আপ ও ডাউন ট্রেন চলাচল ব্যাহত হয়। মগরাহাট, হোটর ও উত্তর রাধানগর সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে, যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
অবরোধকারীদের অভিযোগ, তাঁরা মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির বিরোধিতা করছেন না, তবে এর ফলে পুরুষদের জন্য সাধারণ কামরার সংখ্যা কমে গেছে, ফলে বাড়ছে যাত্রাপথে ভিড় ও সমস্যা। তাঁদের দাবি, অবিলম্বে ট্রেনের বগি বা কামরার সংখ্যা বাড়াতে হবে।
রেলপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যদিও এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে কোনও স্থায়ী সমাধানের আশ্বাস মেলেনি। যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং আগামী দিনে এই নিয়ে আরও আন্দোলনের আশঙ্কা থাকছে।