নববর্ষের সকালে ময়দানে ইডির অভিযান, পাসপোর্ট জালিয়াতি মামলায় ৮টি স্থানে তল্লাশি চলছে।
Untitled design - 1

নববর্ষের সকালে ময়দানে ইডির অভিযান, পাসপোর্ট জালিয়াতি মামলায় ৮টি স্থানে তল্লাশি চলছে।

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক,পশ্চিমবঙ্গ, ভারত : Passpot Fraud| ED Raid: পাসপোর্ট জালিয়াতি মামলায় তদন্তে নামল ইডি, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান

পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার সক্রিয় হল কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের মোট ৮টি স্থানে একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। বেকবাগান, গেদে, বিরাটি-সহ বিভিন্ন এলাকায় চলে এই অভিযান।

বাংলা নববর্ষের প্রথম দিন, মঙ্গলবার, বাঁকুড়ার এমএস সরণীর একটি বাড়িতে অভিযান চালায় ইডি। এলাকায় মোতায়েন করা হয় সেন্ট্রাল ফোর্স। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে প্রায় এক বছর ধরে ভাড়াটে হিসেবে থাকছিলেন আজাদ মল্লিক নামে এক ব্যক্তি, যিনি মানি এক্সচেঞ্জের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে হাওয়ালা চক্রের মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।

অভিযান চলাকালীন প্রথমে দরজা খুলতে অস্বীকার করেন আজাদ। পরে ইডি অফিসাররা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। তাঁকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

অন্যদিকে, একই দিনে ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে উত্তরপাড়ায় অভিযান চালায় ইডি। টার্গেট ছিলেন অলোক নাথ নামে প্রায় ৫০ বছর বয়সি এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে পাসপোর্ট, আধার ও এপিক কার্ড তৈরি করতেন।

ভবানীপুর থানায় দায়ের হওয়া একটি পাসপোর্ট জালিয়াতি মামলার ভিত্তিতেই ইডির এই তৎপরতা। তদন্তকারীরা সন্দেহ করছেন, এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে একটি আন্তর্জাতিক সংগঠন, যেখানে কয়েকজন বাংলাদেশি নাগরিকও জড়িত থাকতে পারে। চক্রের মূল এজেন্টদের খুঁজে বের করতেই ইডির এই অভিযান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *