4o
নিউজ বাংলা অনলাইন ডেস্ক, বিনোদন : Jisshu U Sengupta | Saurav Das| Mahesh Bhatt: নববর্ষে নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস। একসাথে পথ চলার ঘোষণা দিলেন নিজেদের নতুন প্রোডাকশন হাউস – “হোয়াই সো সিরিয়াস ফিল্মস” (Why So Serious Films)। ক্রিকেট মাঠে শুরু হয়েছিল তাঁদের বন্ধুত্ব, এবার সেই বন্ধন পেশাগতভাবে আরও মজবুত হল।
এই প্রোডাকশন হাউসের সবচেয়ে বড় আকর্ষণ হল, এতে যুক্ত হয়েছেন খ্যাতনামা পরিচালক মহেশ ভাট। সিনেমা হোক বা গান, ওটিটি হোক কিংবা মিউজিক ভিডিও – সর্বাঙ্গীন বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে আসছে এই সংস্থা।
যীশু বলেন,
“আমি আর সৌরভ একসঙ্গে একটি প্রোডাকশন হাউস খুলেছি। সৌরভই প্রথম প্রস্তাবটা দেয়। আমরা বুঝে নিয়েছি, কোথায় কোথায় দ্বন্দ্ব হতে পারে, আর কিভাবে সেটা সামলানো যায়। আমাদের দুজনের লক্ষ্য এক হলেও, কাজ করার পদ্ধতি আলাদা। আমরা দুজনেই ব্যাটম্যানের জোকার চরিত্রটা পছন্দ করি। সেখান থেকেই নামটা এসেছে – ‘হোয়াই সো সিরিয়াস’।”
সৌরভ দাসের কথায়,
“সব ছবিতে যে আমি বা যীশুদা থাকবো এমন নয়। কাস্টিং নির্ভর করবে কনটেন্টের ওপর। আমরা চাই নতুনদের সুযোগ দিতে, তাদের মঞ্চ তৈরি করে দিতে। আমরা সিনেমা, ওটিটি কনটেন্ট, মিউজিক ভিডিও – সব কিছুই তৈরি করতে চাই।”
এই প্রথম কোনও বাংলা প্রোডাকশন হাউসে যুক্ত হলেন বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট। তিনি বলেন,
“যীশু আমার সন্তানের মতো। ও যখন কিছু বলে, আমি না করতে পারি না। ওর মধ্যে যে প্রতিভা আছে, সেটা খুব কম দেখা যায়। ও যা করছে, আমি তাতে পাশে থাকবোই। এখন তো নিয়মিত কলকাতায় আসতে হবে! যীশু-সৌরভ কী চমক আনছেন, সেটা জানতে হলে দর্শকদের অপেক্ষা করতেই হবে – ম্যাজিশিয়ানের হ্যাট থেকে ঠিক কী বেরোয়, সেটা তো চট করে বলা যায় না!”
বলাই বাহুল্য, নতুন এই প্রোডাকশন হাউস ঘিরে প্রত্যাশা তুঙ্গে। সিনেমার জগতে প্রযোজক হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করলেন যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস।
উল্লেখ্য, এর আগে যীশু নিজের স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে যৌথভাবে একটি প্রোডাকশন হাউস চালাতেন, যা তাঁদের বিচ্ছেদের পর বন্ধ হয়ে যায়। এখন আবার নতুন করে একক যাত্রা শুরু করলেন যীশু – এবার সৌরভকে পাশে নিয়ে।
এই সংস্থা যে বাংলা বিনোদনের পরিসরকে নতুন মাত্রা দিতে চলেছে, তা বলাই যায়।

