বং গাই-এর সঙ্গে ঝগড়া, রুমার সঙ্গে ডিভোর্সের জল্পনা — এবার বাবা হলেন ‘সিনেবাপ’ মৃন্ময়

বং গাই-এর সঙ্গে ঝগড়া, রুমার সঙ্গে ডিভোর্সের জল্পনা — এবার বাবা হলেন ‘সিনেবাপ’ মৃন্ময়

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, বিনোদন : Cinebap-Ruma: পুত্র সন্তানের জন্ম, নতুন বছরে খুশির খবর শেয়ার করলেন ‘সিনেবাপ’ মৃণ্ময় দাস

জনপ্রিয় এবং একাধিক বিতর্কে জড়ানো ইউটিউবার ‘সিনেবাপ’ ওরফে মৃণ্ময় দাস বাবা হয়েছেন। মা হয়েছেন তাঁর স্ত্রী রুমা মোদক। নববর্ষের দিন, মঙ্গলবার, এই সুখবরটি নিজেই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শেয়ার করেন মৃণ্ময়। স্ত্রী রুমার সঙ্গে একটি সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, “Blessed with a baby boy 👁️❤️ Thank you Universe”— অর্থাৎ, পুত্র সন্তানের জন্য বিশ্বজগতকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি।

এই পোস্ট ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যা। কোচবিহারের এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বহুদিন ধরেই দর্শকদের মধ্যে জনপ্রিয়, আবার নানা কারণে সমালোচিতও।

যাঁরা ‘সিনেবাপ’-কে চেনেন, তাঁদের মনে থাকবে ২০২২ সালে বাংলার আরেক জনপ্রিয় ইউটিউবার ‘বং গাই’ কিরণ দত্তের সঙ্গে তাঁর প্রকাশ্য বিতর্কের কথা। উত্তরবঙ্গের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মৃণ্ময় অভিযোগ তুলেছিলেন, “দাদাগিরি-তে কেন শুধু দক্ষিণবঙ্গ?” — আর সেই মন্তব্যের জবাব দিয়েছিলেন কিরণ দত্ত। সেখান থেকেই শুরু হয় ভিডিও-জবাব, পাল্টা-প্রত্যুত্তর— যা গড়ায় দুই পরিবার ও ঘনিষ্ঠ মহলের মধ্যেও।

একপর্যায়ে এই বিতর্ক আরও জটিল রূপ নেয়— মৃণ্ময়ের পরিবারের প্রসঙ্গ টানেন কিরণ, আর মৃণ্ময় পাল্টা ইঙ্গিত করেন কিরণের প্রেমিকা ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’-কে নিয়ে। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছিল যে, শোনা গিয়েছিল মৃণ্ময়ের ব্যক্তিগত জীবনেও এর প্রভাব পড়ে, এমনকি তাঁর ও রুমার সম্পর্কেও টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যায়। সে সময় তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছিল।

তবে মঙ্গলবারের খবরে স্পষ্ট, সেই সব মতভেদ এখন অতীত। সন্তান জন্মের মাধ্যমে যেন নতুন শুরু হয়েছে তাঁদের জীবনে।

এছাড়াও, একসময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম করে তাঁর বায়োপিক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ‘সিনেবাপ’, যার জেরে সৌরভ তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই ঘটনাও তখন প্রবল আলোচিত হয়েছিল নেটদুনিয়ায়।

তবু সব কিছুর পরেও, আজকের এই আনন্দঘন সংবাদে এক নতুন মৃণ্ময়কে দেখছে তাঁর অনুরাগীরা— বাবা হিসেবে নতুন পরিচয়ে, জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *