যৌথ বাহিনীর অভিযান অব্যাহত, মুর্শিদাবাদে অশান্তি কিছুটা প্রশমিত, তবে উত্তেজনা এখনও বিরাজমান; গুজব নিয়ে ফের সতর্কবার্তা পুলিশের

যৌথ বাহিনীর অভিযান অব্যাহত, মুর্শিদাবাদে অশান্তি কিছুটা প্রশমিত, তবে উত্তেজনা এখনও বিরাজমান; গুজব নিয়ে ফের সতর্কবার্তা পুলিশের

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক,মুর্শিদাবাদ : Murshidabad ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ: উত্তপ্ত মুর্শিদাবাদ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি ও শমসেরগঞ্জে ছড়িয়েছে অশান্তি। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশে এলাকাগুলিতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। যৌথ বাহিনীর টহলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও থমথমে।

হিংসার জেরে বহু মানুষ এলাকা ছেড়ে গঙ্গা পেরিয়ে মালদহের বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন। তাঁদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের ঘরে ফেরানো হবে।

পুলিশ বারবার অনুরোধ করছে, কেউ যেন গুজব বা ভুয়ো খবরের ভিত্তিতে উত্তেজিত না হন। এই কারণেই রবিবার থেকে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত মুর্শিদাবাদ ও সংলগ্ন কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে ফোন কল, এসএমএস ও সংবাদপত্র পরিষেবা সচল থাকবে।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শনিবার রাতেই পৌঁছে যান মুর্শিদাবাদে। বিভিন্ন এলাকায় পরিদর্শন ও বৈঠক করে তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং সমস্যায় পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

রাজ্যের তরফে ২৩ জন অভিজ্ঞ পুলিশ অফিসারকে বিশেষ ডিউটিতে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। বর্তমানে ১৫ কোম্পানি বিএসএফ মোতায়েন রয়েছে, এবং আরও বাহিনী আনার পরিকল্পনা রয়েছে। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি করণি সিংহ শেখাওয়াতও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এলাকায় পৌঁছেছেন।

রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছেন। সূত্র জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের।

অন্যদিকে, রাজ্য পুলিশের ‘ফ্যাক্ট চেক’ ইউনিট জানিয়েছে, বিজেপির পক্ষ থেকে শেয়ার করা কিছু ছবি ভুয়ো এবং পুরনো, যার অধিকাংশই ভিন্ রাজ্যের ও অন্য ঘটনার।

এ সময়েই তৃণমূল সাংসদ ইউসুফ পঠান একটি ‘আরামদায়ক বিকেলের’ ছবি পোস্ট করায় বিতর্ক ছড়ায়। অশান্ত মুর্শিদাবাদের প্রেক্ষাপটে এমন ছবি অনেকেই সমালোচনার চোখে দেখেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *