নিউজ বাংলা অনলাইন ডেস্ক, বিনোদন,জ্যোতিষ ও আধ্যাত্মিকতা : Shukra Margi Mahayog: মার্গী শুক্রের প্রভাব: কোন রাশির ভাগ্যে খুলছে সুখ-সমৃদ্ধির দরজা?
শুক্র গ্রহ এখন মার্গী (সোজা পথে গমনরত), যার প্রভাব অনেক রাশির জাতক-জাতিকার জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে। বৈদিক জ্যোতিষ মতে, ধন ও বৈভবের দাতা হিসেবে পরিচিত দৈত্যগুরু শুক্র ১৩ এপ্রিল মীন রাশিতে মার্গী হন। বর্তমানে তিনি নিজের উচ্চ রাশিতে অবস্থান করছেন। এই অবস্থানে শুক্র তৈরি করছেন মালব্য যোগ এবং বুধের সঙ্গে মিলিত হয়ে গঠন করছেন লক্ষ্মী নারায়ণ যোগ—এই দুটি মহাযোগ একাধিক রাশির জাতক জাতিকার জীবনে আনতে চলেছে সমৃদ্ধির বার্তা।
চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির ভাগ্যে শুক্রের এই শুভ প্রভাব পড়তে চলেছে:
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। চাকরিতে অগ্রগতি, বাড়ি-গাড়ি বা জমি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা প্রবল। পরিবারে শুভ কাজের আয়োজন হতে পারে, যা আপনাকে আনন্দ দেবে। মানসিক শান্তি ও পারিবারিক সুখে ভরে উঠবে দিনগুলো। আর্থিক দিক থেকেও পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে।
ধনু রাশি
এই সময় ধনু রাশির জাতক-জাতিকার জীবনে একাধিক দিক থেকে সুখ ও সাফল্য আসবে। দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি মিলবে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারাও ইতিবাচক ফল পাবেন। গাড়ি কেনার স্বপ্নও পূরণ হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা প্রচুর।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য সময়টা খুবই লাভজনক হতে চলেছে। জীবনের বহু সমস্যার সমাধান মিলবে। যদিও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তবে শেষমেশ আপনি লাভবান হবেন। সন্তান সংক্রান্ত চিন্তা দূর হবে। বিদেশ থেকে অর্থ বা সুযোগ আসতে পারে। প্রেমজ জীবনে যে জটিলতা ছিল, তাও কেটে যাবে। জীবনে আসবে আনন্দ ও প্রশান্তি।