চন্দ্রকোনা রোডে বিজেপির সাংগঠনিক সভা, লক্ষ্য ২০২৬ বিধানসভা নির্বাচন

চন্দ্রকোনা রোডে বিজেপির সাংগঠনিক সভা, লক্ষ্য ২০২৬ বিধানসভা নির্বাচন

Spread the love

News Bangla Online Desk: অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড: ২৫.১১.২০২৫ :
আজ চন্দ্রকোনা রোডের ক্ষুদিরাম গেস্ট হাউসের মিটিং হল রুমে অনুষ্ঠিত হল বিজেপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখেই এই বৈঠকের মূল আলোচ্য বিষয় নির্ধারিত ছিল। সেই সঙ্গে বর্তমান সময়ে চলমান SIR সম্পর্কিত নানা দিক নিয়েও দলীয় স্তরে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ সরকারের সমবায় মন্ত্রী জয়েন্দ্র প্রতাপ সিং রাঠোর। তিনি কর্মীদের উদ্দেশে বলেন,
“সংগঠনই আমাদের মূল ভিত্তি। প্রতিটি বুথকে শক্তিশালী করে তুলতে হবে এবং জনসংযোগ বাড়াতে হবে। পশ্চিমবঙ্গের পরিবর্তনের লড়াই সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়—সংগঠন মজবুত হলে পথ নিজেই খুলে যাবে।”

তিনি আরও বলেন,
“২০২৬ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জঙ্গলমহল বিজেপির শক্তিশালী ক্ষেত্র—এখান থেকেই পরিবর্তনের শুরু হতে পারে।”

সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি তুফান মাহাতো। তিনি বলেন,
“বুথভিত্তিক শক্তি বৃদ্ধি ছাড়া কোনও নির্বাচন লড়া যায় না। আমাদের প্রতিটি কর্মী এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। ২০২৬-এ লক্ষ অর্জন করতেই হবে।”

এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জেলা ও রাজ্য নেতৃত্বের সদস্যরা—ধীমান কোলে, পারিজাত চক্রবর্তী, গৌতম কৌরী, পলাশ সেন-সহ একাধিক তরুণ নেতা। তরুণ কর্মীদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। তাঁদের দাবি, দলের ভবিষ্যৎ লড়াইয়ে যুব নেতৃত্বই হবে প্রধান শক্তি।

স্থানীয় নেতৃত্বের দাবি, লক্ষ্য ২০২৬—এই উদ্দেশ্যকে সামনে রেখে বিজেপি সংগঠনকে শক্তিশালী ও জনমুখী করতে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে, এবং আগামী দিনগুলোতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
সভা শেষে বহু কর্মী জানান যে এবার তাঁরা নতুন উদ্যমে মাঠে নামবেন। স্থানীয়দের মতে, এই বৈঠক জঙ্গলমহলে বিজেপির সংগঠনী গতিতেই নতুন প্রাণ সঞ্চার করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *