জগন্নাথ মন্দিরে অ-হিন্দু প্রবেশে কড়া বার্তা! উদ্বোধনের আগেই শুভেন্দুর বিরাট হুঁশিয়ারি

জগন্নাথ মন্দিরে অ-হিন্দু প্রবেশে কড়া বার্তা! উদ্বোধনের আগেই শুভেন্দুর বিরাট হুঁশিয়ারি

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, দীঘা, পূর্ব মেদিনীপুর,পশ্চিমবঙ্গ: অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শহরে সাজো সাজো রব। ইতিমধ্যেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্যের একাধিক প্রতিনিধি সেখানে পৌঁছেছেন। এই আবহে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

সাংবাদিক সম্মেলনে শুভেন্দু দাবি করেন, “সরকারি অর্থে মন্দির তৈরি বেআইনি। সমস্ত নথিতে ‘কালচারাল সেন্টার’ লেখা, অথচ আমন্ত্রণপত্রে ‘জগন্নাথ ধাম’ উল্লেখ করা হয়েছে। প্রভু জগন্নাথও এভাবে সম্মানিত হচ্ছেন না।” তিনি স্পষ্ট জানান, তৃণমূল চাইলেও দিঘায় পুরীর বিকল্প তৈরি সম্ভব নয়।

এখানেই থামেননি শুভেন্দু। হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুরীর মতোই এখানে অ-হিন্দু প্রবেশ নিষিদ্ধ হওয়া উচিত। উদ্বোধনের দিন যদি হিন্দু ছাড়া অন্য কেউ মন্দিরে প্রবেশ করে, তার ছবি তুলে সমাজমাধ্যমে প্রকাশ করব।”

শুভেন্দু আরও অভিযোগ তোলেন, রাজ্য সরকার আমন্ত্রণপত্রে ‘জগন্নাথ ধাম’ লিখলেও ‘মন্দির’ শব্দটি উল্লেখ করেনি। তিনি সরকারকে ‘জগন্নাথ ধাম মন্দির’ লিখে আমন্ত্রণ পাঠানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন।

আগামী বুধবার দিঘায় মন্দির উদ্বোধন ঘিরে উত্তেজনা চরমে। এদিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান শুভেন্দু, তবে পুলিশের অনুমতি না মেলায় বিষয়টি পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। আদালতের সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজ্য রাজনীতির।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *