আইএসসি পরীক্ষায় রাজ্যে নজরকাড়া সাফল্য অর্জন করেছে কোচবিহারের দুই ছাত্রী

আইএসসি পরীক্ষায় রাজ্যে নজরকাড়া সাফল্য অর্জন করেছে কোচবিহারের দুই ছাত্রী

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, কোচবিহার, পশ্চিমবঙ্গ : আইএসসি পরীক্ষায় রাজ্যে উজ্জ্বল সাফল্য কোচবিহারের দুই কন্যার

আইএসসি পরীক্ষায় রাজ্যস্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কোচবিহারের সেন্ট মেরিজ় হাই স্কুলের দুই ছাত্রী। অনুষ্কা রায় পেয়েছে ৯৯.৭৫ শতাংশ নম্বর, যা তাকে রাজ্যে দ্বিতীয় স্থানে তুলে এনেছে। একই স্কুলের আরেক ছাত্রী, আত্রেয়ী দত্ত পেয়েছে ৯৯ শতাংশ নম্বর, রাজ্যস্তরে তার স্থান পঞ্চম।

দু’জনের সাফল্যে জেলা জুড়ে আনন্দের পরিবেশ। কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দুই কৃতী ছাত্রীকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন। তিনি বলেন, “দুই ছাত্রী রাজ্যে জেলার মুখ উজ্জ্বল করেছে। তাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে।”

সেন্ট মেরিজ় স্কুলের অধ্যক্ষ সিস্টার সেবস্তিয়ান বলেন, “আমরা এই সাফল্যে অত্যন্ত গর্বিত ও আনন্দিত।”

স্কুল সূত্রে জানা গিয়েছে, এবারের আইএসসি পরীক্ষায় স্কুলের ৭০ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষাতেও ১৩৬ জনের সকলেই পাশ করেছে।

অনুষ্কা রায়ের বাড়ি কোচবিহার শহরে। বাবা আশিস রায় রেলকর্মী এবং মা শম্পা রায় গৃহবধূ। অনুষ্কা জানায়, “আমি প্রশাসনিক কর্মকর্তা হতে চাই। ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করে ইউপিএসসি পরীক্ষায় বসব।”

আত্রেয়ী দত্তর বাবা-মা, দীপেন ও পাপিয়া দত্ত, দু’জনেই শিক্ষক। আত্রেয়ী বলে, “দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়তে চাই। ভবিষ্যতে ব্যাঙ্ক আধিকারিক হওয়ার ইচ্ছে আছে।”

আইসিএসই পরীক্ষায় সেন্ট মেরিজ় স্কুলের আরেক কৃতী ছাত্রী সমাদৃত ভাওয়াল ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছে। তার বাবা-মা, মৃত্যুঞ্জয় ভাওয়াল ও শুচিস্মিতা চক্রবর্তী, দু’জনেই শিক্ষক। সমাদৃত জানায়, “আমি ভবিষ্যতে চিকিৎসক হতে চাই।”

কোচবিহারের অরবিন্দ পাঠভবন স্কুলেও সাফল্য এসেছে। ২৯ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে পল্লবী সাহা—৯৮.৪ শতাংশ। স্কুলের অধ্যক্ষ জয়া চক্রবর্তী জানান, “গত বছরের তুলনায় এবার ফলাফল আরও ভালো হয়েছে।”

আলিপুরদুয়ারের স্টেপিং স্টোন মডেল হাই স্কুলের আইএসসি পরীক্ষার্থী প্রতীম বিশ্বাস পেয়েছে ৯৮.২৫ শতাংশ। একই স্কুলের প্রজ্জ্বল সরকার আইসিএসই-তে ৯৮ শতাংশ নম্বর পেয়েছে। স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দন ঘোষ বলেন, “আমাদের পড়ুয়ারা অত্যন্ত ভালো ফল করেছে, আমরা গর্বিত।”

বীরপাড়া সানশাইন স্কুলের জয়িব সিদ্দিকী আইএসসিতে ৯৭.২৫ শতাংশ এবং আতিফ আলি ৯৬.২৫ শতাংশ নম্বর পেয়েছে। আইসিএসই-তে স্বস্তিকা ছেত্রী পেয়েছে ৯৬ শতাংশ।

জয়গাঁও এবং হ্যামিল্টনগঞ্জের একাধিক স্কুলের পরীক্ষার্থীরাও প্রশংসনীয় ফলাফল করেছে।

জলপাইগুড়ির ওদলাবাড়ি ডন বসকো স্কুলের ফলও ছিল নজরকাড়া। আইসিএসই পরীক্ষায় সুপ্রতিম সরকার পেয়েছে ৯৮.৪ শতাংশ এবং আইএসসিতে শ্রুতি সোনার পেয়েছে ৯৫.৭৫ শতাংশ। স্কুলের অধ্যক্ষ টিজো থমাস ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *