News Bangla 24×7 Online , অর্ণব দাস, পশ্চিম মেদিনীপুর: বিশ্ব বাংলার লোগো, সরকারি লেটারহেড ও দপ্তরের সীল জাল করে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ভুয়ো চাকরির নিয়োগপত্র প্রদান করার অভিযোগে গ্রেফতার হলেন জাম্বনী থানার এক সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তের নাম দিবেন্দ্যু পাল। শনিবার রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডেবরা এলাকার এক বাসিন্দা লিখিত অভিযোগ দায়ের করেন যে, দিবেন্দ্যু পাল সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়ো নিয়োগপত্র তুলে দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জালিয়াতির প্রমাণ হাতে পেয়ে অভিযুক্তকে আটক করে জাম্বনী থানার পুলিশ।
রবিবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে আদালত ৪ দিনের পুলিশি রিমান্ড নির্দেশ দেয়।
পুলিশ এখন খতিয়ে দেখছে—ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, এবং কতজনের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে খবর, সরকারি প্রতীকের অপব্যবহার ও প্রতারণা সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

