নিউজ বাংলা অনলাইন ডেস্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ: কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং বেশ কয়েকজনকে নিরাপদে সরিয়ে নেয়। সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট হতে পারে।
ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যিনি দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
অগ্নিকাণ্ডটি ঘটেছিল পাথুরিয়াঘাটা স্ট্রিটের ৬৫/এ নম্বর বাড়ির চারতলায়, যেখানে কাপড়ের গুদাম ছিল। দমকল সূত্রে জানা গেছে, আগুন লাগার পর অনেকেই প্রাণে বাঁচতে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করেন, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় তারা আটকে পড়েন। দমকল বাহিনী অধিকাংশকেই উদ্ধার করে নিচে নামিয়ে আনে, তবে দু’জন ছাদে আটকে ছিলেন। তারা সকাল বেলা উদ্ধার হন। দমকলের ১০টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন মধ্যরাতে নিয়ন্ত্রণে আসে। তবে, বাড়িটি সরু গলির মধ্যে অবস্থিত থাকায় প্রথম দিকে দমকল বাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু সমস্যা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয় এবং দমকল বাহিনী তদন্ত করছে।

