News Bangla 24×7 Online Desk: অভিজিৎ সাহা,গড়বেতা: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ১ নম্বর রসকুণ্ডু অঞ্চলের পড়াশোল এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক মারধোরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তৃণমূলের উপপ্রধান সঞ্জয় সর্দারের নাম জড়ানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। দুই পক্ষই লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে সেই ভিডিওর সত্যতা আমাদের পক্ষ থেকে যাচাই করা হয়নি।
এই ঘটনায় রসকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সঞ্জয় সর্দারের নাম উঠে এসেছে অভিযোগের তালিকায়। অভিযোগকারী পক্ষ গড়বেতা থানায় যে অভিযোগ দায়ের করেছে, তার মধ্যেই রয়েছে উপপ্রধানের নাম। যদিও তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত পাল জানান, “এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ। কাকা ও ভাইপোর মধ্যে জমি নিয়ে সমস্যা হয়েছে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।” দুই পক্ষই গড়বেতা থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার তদন্তে নেমেছে গড়বেতা থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

