নিউজ বাংলা অনলাইন ডেস্ক, শিক্ষা, পশ্চিমবঙ্গ : উচ্চমাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশ: প্রথম রূপায়ণ (বর্ধমান), দ্বিতীয় তুষার (কোচবিহার), দেখে নিন সম্পূর্ণ তালিকা
বুধবার, ৭ মে প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২৫-এর ফলাফল। দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে প্রথম হয়েছেন বর্ধমান জেলার রূপায়ণ, যাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। দ্বিতীয় স্থানে রয়েছেন কোচবিহারের তুষার দেবনাথ, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।
তৃতীয় স্থানে রয়েছেন আরামবাগের রাজর্ষি অধিকারী (৪৯৫)। চতুর্থ হয়েছেন বাঁকুড়ার সৃজিতা (৪৯৪)। এবারে মেধাতালিকার শীর্ষ দশে রয়েছেন মোট ৭২ জন ছাত্রছাত্রী।
জেলার আধিপত্য স্পষ্ট
হুগলি থেকে সর্বোচ্চ ১৪ জন জায়গা করে নিয়েছেন মেধাতালিকায়। বর্ধমান থেকে ৭ জন, কোচবিহার থেকে ৬ জন, বাঁকুড়া ও বীরভূম থেকে ৫ জন করে এবং কলকাতা থেকে ৪ জন মেধা তালিকায় রয়েছেন।
বিশেষ নজর কেড়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তিন ছাত্র। ভাই অনীশ ও অনীক বাড়ুই একই নম্বর পেয়ে নবম স্থান দখল করেছেন।
ছেলেদের দাপট
এইবার ছেলেরা মেয়েদের চেয়ে ভালো ফল করেছে। পাশের হার ছেলেদের মধ্যে ৯২ শতাংশের বেশি, যেখানে মেয়েদের মধ্যে তা ৮৮ শতাংশের কিছু বেশি।
পরিসংখ্যান ও ভবিষ্যৎ পরিবর্তন
- ৬০% বা তার বেশি নম্বর পেয়েছেন: ৪৫.৩৮%
- ৭০% বা তার বেশি: ২৫.৬৬%
- ৭৫% বা তার বেশি: ১৬.৯৯%
- ৮০% বা তার বেশি: ১০.২৫%
- ৯০% বা তার বেশি: ১.৬৯%
উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত। মাত্র ৫০ দিনের মধ্যে ফলপ্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এটি ছিল বার্ষিক পদ্ধতিতে নেওয়া শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৬ সাল থেকে সেমিস্টার ভিত্তিক ব্যবস্থায় হবে পরীক্ষা। তৃতীয় সেমিস্টার চলবে ৮-২২ সেপ্টেম্বর, এবং চতুর্থ সেমিস্টার ১২-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।