ISC ICSE Result 2025: প্রকাশিত আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল, ছাত্রীদের দাপট রাজ্যে! এক ক্লিকে দেখুন ফলাফল

ISC ICSE Result 2025: প্রকাশিত আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল, ছাত্রীদের দাপট রাজ্যে! এক ক্লিকে দেখুন ফলাফল

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক : ISC ICSE Result 2025: চলতি বছরে আইসিএসই (দশম শ্রেণি) ও আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সিআইএসসিই বোর্ড। পরীক্ষার মাত্র ২৫ দিনের মধ্যেই রেজাল্ট ঘোষণা করা হয়।

পশ্চিমবঙ্গে এবারও ছাত্রীদের ফল ছেলেদের তুলনায় ভালো হয়েছে। রাজ্যে আইসিএসই-তে পাশের হার ৯৮.৭৬% এবং আইএসসি-তে ৯৮.৭৫%। আইসিএসই-তে ছাত্রদের পাশের হার ৯৮.৫৩% ও ছাত্রীদের ৯৯.০৪%, আর আইএসসি-তে ছাত্রদের পাশের হার ৯৮.২০% এবং ছাত্রীদের ৯৯.৩৮%।

এবছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। ফলাফল দেখা যাবে সিআইএসসিই-র অফিসিয়াল ওয়েবসাইটে – https://cisce.org বা https://results.cisce.org

আইসিএসই বা আইএসসি রেজাল্ট দেখতে হলে, সঠিক কোর্স অপশন নির্বাচন করে ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে।

ফলাফল ডিজিলকার থেকেও দেখা যাবে – https://results.digilocker.gov.in ওয়েবসাইটে গিয়ে উপযুক্ত বোতামে ক্লিক করে ইনডেক্স নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখা যাবে।

রেজাল্টের প্রিন্ট নিতে চাইলে ফলাফলের পেজেই ‘প্রিন্ট’ বাটনে ক্লিক করতে হবে। কেউ যদি খাতা রিভিউ বা ‘রিচেক’ করতে চায়, তবে সেটা ৪ মে-র মধ্যে করতে হবে। এর জন্য সিআইএসসিই-র ওয়েবসাইটে গিয়ে ‘Public Services’ মেনু থেকে লগ ইন করতে হবে রেজিস্টার্ড ইমেল ও পাসওয়ার্ড দিয়ে। যাদের ইমেল রেজিস্টার করা নেই, তাদের আগে ‘Register Now’ বাটনে ক্লিক করে তা সম্পূর্ণ করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *