নিউজ বাংলা অনলাইন ডেস্ক : ISC ICSE Result 2025: চলতি বছরে আইসিএসই (দশম শ্রেণি) ও আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সিআইএসসিই বোর্ড। পরীক্ষার মাত্র ২৫ দিনের মধ্যেই রেজাল্ট ঘোষণা করা হয়।
পশ্চিমবঙ্গে এবারও ছাত্রীদের ফল ছেলেদের তুলনায় ভালো হয়েছে। রাজ্যে আইসিএসই-তে পাশের হার ৯৮.৭৬% এবং আইএসসি-তে ৯৮.৭৫%। আইসিএসই-তে ছাত্রদের পাশের হার ৯৮.৫৩% ও ছাত্রীদের ৯৯.০৪%, আর আইএসসি-তে ছাত্রদের পাশের হার ৯৮.২০% এবং ছাত্রীদের ৯৯.৩৮%।
এবছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। ফলাফল দেখা যাবে সিআইএসসিই-র অফিসিয়াল ওয়েবসাইটে – https://cisce.org বা https://results.cisce.org।
আইসিএসই বা আইএসসি রেজাল্ট দেখতে হলে, সঠিক কোর্স অপশন নির্বাচন করে ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে।
ফলাফল ডিজিলকার থেকেও দেখা যাবে – https://results.digilocker.gov.in ওয়েবসাইটে গিয়ে উপযুক্ত বোতামে ক্লিক করে ইনডেক্স নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখা যাবে।
রেজাল্টের প্রিন্ট নিতে চাইলে ফলাফলের পেজেই ‘প্রিন্ট’ বাটনে ক্লিক করতে হবে। কেউ যদি খাতা রিভিউ বা ‘রিচেক’ করতে চায়, তবে সেটা ৪ মে-র মধ্যে করতে হবে। এর জন্য সিআইএসসিই-র ওয়েবসাইটে গিয়ে ‘Public Services’ মেনু থেকে লগ ইন করতে হবে রেজিস্টার্ড ইমেল ও পাসওয়ার্ড দিয়ে। যাদের ইমেল রেজিস্টার করা নেই, তাদের আগে ‘Register Now’ বাটনে ক্লিক করে তা সম্পূর্ণ করতে হবে।