নিউজ বাংলা অনলাইন ডেস্ক, মুভি ও বিনোদন: নন্দিনী চট্টোপাধ্যায় বাংলা টেলিভিশনের পর্দায় খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনয়ের দক্ষতায় মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। কখনও কূট শাশুড়ি, কখনও খারাপ কাকিমা—প্রতিটি চরিত্রেই নিজের ছাপ রেখে গেছেন তিনি। বয়স বাড়লেও নিজেকে ফিট ও সক্রিয় রেখেছেন এই অভিজ্ঞ অভিনেত্রী। তবে এবার এক বড় বিপদের মুখে পড়লেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন নন্দিনী, যেখানে দেখা যাচ্ছে তাঁর দুই হাতেই প্লাস্টার করা। বালিশের উপর হাত রেখে হাসিমুখে ছবিও তুলেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “বিশ্রীভাবে পড়ে গিয়েছি। দু’সপ্তাহ ক্রিটিক্যাল কেয়ারে থাকতে হবে।”
তবে কীভাবে এমনটা ঘটল? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, তিনি নিজের বাড়িতেই হঠাৎ পড়ে যান। প্রাথমিকভাবে বিষয়টি ততটা গুরুতর মনে না হলেও, ব্যথা বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেন। পরে জানা যায়, তাঁর দুটি হাতেই চোট গুরুতর, এবং হাড় ভেঙে গেছে।
এই অবস্থায় বিশ্রামে থাকলেও, নন্দিনীর মনোবল কিন্তু অটুট। হাসিমুখে ভক্তদের সঙ্গে নিজের পরিস্থিতি ভাগ করে নেওয়াটাই তার প্রমাণ।

