নিউজ বাংলা অনলাইন ডেস্ক, ভারত : Bank Account: RBI Order: নতুন নিয়ম RBI-এর: এখন ১০ বছরের বেশি হলেই নিজে নিজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে
RBI-এর বড় ঘোষণা: সোমবার রিজার্ভ ব্যাঙ্ক জানাল, এবার থেকে ১০ বছর বা তার বেশি বয়স হলেই কোনও অভিভাবকের অনুমতি ছাড়াই শিশুরা নিজেদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে। শুধু তাই নয়, তারা নিজে থেকেই সেই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে এবং টার্ম ডিপোজিট করাতেও পারবে।
এতদিন পর্যন্ত নাবালকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকের অনুমতির প্রয়োজন ছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, ১০ বছর বা তার বেশি বয়সী শিশুরা এখন সেভিংস অ্যাকাউন্ট এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট নিজেরাই খুলতে পারবে।
RBI-এর নতুন নির্দেশিকায় কী রয়েছে?
রিজার্ভ ব্যাঙ্ক একটি সার্কুলারের মাধ্যমে বাণিজ্যিক এবং সমবায় ব্যাঙ্কগুলিকে জানিয়েছে যে, তারা তাদের ঝুঁকি ব্যবস্থাপনা নীতির ভিত্তিতে এই ধরনের অ্যাকাউন্টগুলিতে সীমা ও শর্তাবলী নির্ধারণ করতে পারবে। তবে যেকোনো নিয়মের আগে সেই তথ্য অ্যাকাউন্টধারীকে জানাতে হবে।
কী কী সুবিধা মিলবে শিশুদের?
এই অ্যাকাউন্ট থেকে তারা ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম বা ডেবিট কার্ড, চেকবইয়ের মতো সুবিধাও পেতে পারে, তবে ব্যাংকগুলিকে নিশ্চিত করতে হবে যে কোনওরকম অতিরিক্ত টাকা যেন তোলা না যায় এবং অ্যাকাউন্টে সবসময় নির্দিষ্ট ভারসাম্য বজায় থাকে।
প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অ্যাকাউন্টধারীদের নতুনভাবে স্বাক্ষর ও পরিচালনার নিয়ম রেকর্ডে রাখতে হবে।
নতুন নীতি কার্যকর হবে কবে থেকে?
সব ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে, ১ জুলাই ২০২৫-এর মধ্যে এই নতুন নিয়ম মেনে নীতি প্রণয়ন এবং পুরনো নীতিগুলির সংশোধন করতে হবে। এছাড়াও, নাবালকদের সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যথাযথ যাচাই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সারসংক্ষেপে, শিশুদের আর্থিক শিক্ষা ও স্বাধীনতা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত।