নিউজ বাংলা অনলাইন ডেস্ক, ভারত : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করল মোদি সরকার। কেন্দ্রের নির্দেশে এখন সেই চ্যানেল ভারতের দর্শকদের জন্য আর দেখা যাচ্ছে না। চ্যানেলটি খুললে একটি নোটিস দেখা যাচ্ছে, যেখানে লেখা: “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এখানকার বিষয়বস্তু বর্তমানে ভারতে দেখা যাবে না।”
কেন্দ্র এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক কারণ না জানালেও, কিছুদিন আগেই ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল সরকার। পহেলগাঁও হামলার পর সেই চ্যানেলগুলিতে মিথ্যা ভাষ্য এবং ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য ছড়ানোর অভিযোগ ওঠে। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে সেই চ্যানেলগুলিকে নিষিদ্ধ করা হয়।
নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলির তালিকায় পাকিস্তানের একাধিক প্রখ্যাত সংবাদমাধ্যম এবং প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও ছিল। একই সঙ্গে পহেলগাঁও হামলা নিয়ে রিপোর্টে ‘সন্ত্রাসবাদী’ শব্দ না-ব্যবহারের কারণে বিবিসি-কে সতর্ক করে চিঠি দেয় ভারত সরকার। একই ইস্যুতে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস-ও সরকারের রোষে পড়ে।