চন্দ্রকোনা রোড সারদাময়ী হাই স্কুলে ৮০ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী উৎসবের খুঁটি পুজো সম্পন্ন

চন্দ্রকোনা রোড সারদাময়ী হাই স্কুলে ৮০ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী উৎসবের খুঁটি পুজো সম্পন্ন

Spread the love

News Bangla Online Desk: অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড: ২৫.১১.২০২৫ :
চন্দ্রকোনা রোডের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সারদাময়ী হাই স্কুল আজ তার প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তিকে সামনে রেখে প্লাটিনাম জয়ন্তী উৎসবের শুভ সূচনা করল খুঁটি পুজোর মধ্য দিয়ে। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সুদীর্ঘ আচার-অনুষ্ঠান মেনে খুঁটি পুজো সম্পন্ন হয়। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুল পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপন কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। খুঁটি পুজো উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ—ঢাক-ঢোলের শব্দ, শঙ্খধ্বনি এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
@ বহু পরিকল্পনায় মহা-উৎসবের প্রস্তুতি শুরু
স্কুল কর্তৃপক্ষ জানান, এ বছরের প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপনকে কেন্দ্র করে একাধিক মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবকে তিনদিনব্যাপী আয়োজনে রূপ দেওয়া হবে বলে জানা গেছে। থাকছে—
@ বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান
@ বিদ্যালয়ের ৮০ বছরের ইতিহাস তুলে ধরা প্রদর্শনী
@ স্মারক প্রকাশ
@ প্রাক্তন ছাত্রছাত্রীদের জমায়েত ও মিলনী উৎসব
@ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা
@ জেলার বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে বিশেষ সেমিনার
উৎসব কমিটির সদস্যরা জানান, সারদাময়ী হাই স্কুল পশ্চিম মেদিনীপুরের শিক্ষা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দীর্ঘদিন ধরে। তাই বিদ্যালয়ের আট দশকের যাত্রাপথকে স্মরণীয় করে তুলতে সব পক্ষই আন্তরিকভাবে কাজ করছেন।
@ উৎসবে উচ্ছ্বসিত ছাত্রছাত্রী ও প্রাক্তনরা
খুঁটি পুজোর খবর ছড়িয়ে পড়তেই স্কুলের বর্তমান ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তনদের মধ্যে উৎসাহ ও আবেগ—দু’টিই দেখা যায়। অনেকেই বলেন, এই স্কুলের ৮০ বছরের ইতিহাসে তারা নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন।
এক প্রাক্তন ছাত্র জানান, “সারদাময়ী শুধু একটা স্কুল নয়, এটা আমাদের বড় হওয়ার গল্প। প্লাটিনাম জয়ন্তীতে আবার সবার সঙ্গে দেখা হবে ভেবেই উত্তেজিত।”
@ আগামী দিনে আরও বড় অনুষ্ঠান
উৎসব কমিটির সভাপতি রামচন্দ্র পাল বলেন,
“খুঁটি পুজোর মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। আমরা চাই এই উৎসব শুধু অনুষ্ঠান না হয়ে স্কুলের ইতিহাসকে নতুন করে লিপিবদ্ধ করুক। সকলের সহযোগিতায় আমরা একটি স্মরণীয় উদ্‌যাপন করতে সক্ষম হব।”
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ডিসেম্বর,2025 মাসে মূল উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *