Waqf Protest: ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার রাস্তায় পিরজাদারা, এপ্রিলে ব্রিগেডে মহাসমাবেশের ডাক ফুরফুরা থেকে!

Waqf Protest: ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার রাস্তায় পিরজাদারা, এপ্রিলে ব্রিগেডে মহাসমাবেশের ডাক ফুরফুরা থেকে!

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, কলকাতা, পশ্চিমবঙ্গ:ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে উত্তাল মুর্শিদাবাদ, ২৬ এপ্রিল ব্রিগেডে সমাবেশের ডাক ফুরফুরার একাংশের

ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুর্শিদাবাদে সম্প্রতি একটি প্রতিবাদ সভাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ এবং অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে প্রাণ হারান তিনজন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সর্বোচ্চ তৎপরতায় রয়েছে।

এই আবহে শুক্রবার পিরজাদারা হুগলির ফুরফুরা শরিফের উজলপুকুর ময়দানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। সেই সভা থেকেই ‘২৬ এপ্রিল ব্রিগেড চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়। জানা গেছে, এই সমাবেশের আয়োজন করছে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

সভা থেকে ফুরফুরা শরিফের পিরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন, “আমরা পিরজাদারা এই সমাবেশকে সমর্থন করেছি। ওয়াকফ আইন বাতিলের বিরোধিতা এবং ভারতের সংবিধান রক্ষার জন্যই এই কর্মসূচি।” পাশাপাশি তিনি উপস্থিত সকলকে আহ্বান জানান, ২৬ এপ্রিলের ব্রিগেড সমাবেশে যেন সবাই সংযত থাকেন এবং কোনও উসকানিতে পা না দেন।

তবে এই সভায় উপস্থিত ছিলেন না ত্বহা সিদ্দিকি, নওশাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকিরা। ফলে প্রশ্ন উঠছে—তাঁরা কি ২৬ এপ্রিলের ব্রিগেড সমাবেশে থাকবেন? যদিও ওয়াকফ ইস্যুতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন নওশাদ সিদ্দিকি। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে ফুরফুরার একাধিক পিরজাদা সামিল হয়েছেন।

উল্লেখ্য, দেশজুড়ে এই আইন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে প্রতিবাদ সভা চলছে। বাংলাও তার ব্যতিক্রম নয়। মুর্শিদাবাদ ও মালদহে উত্তেজনার ছবি ধরা পড়েছে। সেই প্রতিবাদের অংশ হিসেবেই ফুরফুরা শরিফ এবার কলকাতার ব্রিগেড ময়দানে বৃহৎ সমাবেশের ডাক দিয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *