Kashmir Pahalgam News Update: শুধু যারা হামলা চালিয়েছে নয়, যারা পর্দার আড়ালে বসে ষড়যন্ত্র করেছে, তাদেরও আমরা ছাড়ব না — দেশবাসীকে আশ্বস্ত করে দৃঢ় বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

Kashmir Pahalgam News Update: শুধু যারা হামলা চালিয়েছে নয়, যারা পর্দার আড়ালে বসে ষড়যন্ত্র করেছে, তাদেরও আমরা ছাড়ব না — দেশবাসীকে আশ্বস্ত করে দৃঢ় বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, জম্মু ও কাশ্মীর, ভারত : Pahalgam Incident: পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর: “ষড়যন্ত্রকারীদেরও জবাব দেওয়া হবে”

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্মম জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন, যাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ কলকাতার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার মণীশ রঞ্জনের মতো নিরীহ মানুষ। হামলায় প্রাণ হারিয়েছেন দুই বিদেশি পর্যটকও। আহত হয়েছেন অন্তত ২০ জন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট কিলিং চালিয়েছে জঙ্গিরা।

এই ভয়াবহ ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। বিভিন্ন শহরে মোমবাতি মিছিল বেরিয়েছে, প্রতিবাদে ফুঁসছে সাধারণ মানুষ। বাড়ানো হয়েছে দিল্লি-সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা। হামলার দায় নিয়েছে জইশ ও লস্কর ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন TRF।

এমন পরিস্থিতিতে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “সন্ত্রাসবাদ নিয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। শুধু যারা হামলা চালিয়েছে তাদেরই নয়, যারা পর্দার আড়ালে থেকে এই হামলার ষড়যন্ত্র করেছে, তাদেরও চিহ্নিত করা হবে এবং জবাব দেওয়া হবে।”

দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, “আমি আপনাদের নিশ্চিত করতে চাই, সরকার সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অপরাধীরা খুব শীঘ্রই একটি জোরালো ও স্পষ্ট জবাব পাবে। পহেলগাঁওয়ের কাপুরুষোচিত হামলায় আমরা নিরীহ মানুষদের হারিয়েছি, আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

তিনি আরও জানান, এই হামলার মাধ্যমে আবারও একবার প্রমাণিত হল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান কতটা কঠোর। সরকারের তরফে বার্তা দেওয়া হয়েছে—চক্রান্তকারীরা যতই লুকিয়ে থাকুক না কেন, তারা রেহাই পাবে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *